একনজরে আলীনগর ইউনিয়ন
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১ নং আলীনগর ইউনিয়ন । কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
১) নাম –১ নং আলীনগর ইউনিয়ন পরিষদ।
২) আয়তন –২৩(বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা –২৪৭৯১জন (প্রায়) (২০০১ সালেরআদম শুমারি অনুযায়ী)
৪) গ্রামের সংখ্যা –১৫টি।
গ্রাম সমূহের নাম –
রজাকপুর, খলাগ্রাম , উত্তরভাগ , নছির খানী , টিকর পাড়া, কাউদিয়া,আলীনগর, চন্দরপুর , নিজ মোহাম্মদ পুর, ফুল মলিক, চন্দগ্রাম, কাদিমলিক, খাসা , হেতিমখানী, করগ্রাম, উজানঢাকি, পুর্ব খলাগ্রাম, কনকলস, রায়খাইল
৫) মৌজারসংখ্যা –১৫টি।
৬) হাট/বাজার সংখ্যা -০২টি। যথাঃ ১। রামধা বাজার ও ২। মদন গন্জ বাজার
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সিএনজি/বাস।
৮) শিক্ষার হার –৫৯%। (২০০১ এরশিক্ষা জরীপ অনুযায়ী)
৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৭টি,
১০)বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-০৪ টি,
১১) মাধ্যমিকবিদ্যালয়ঃ ২ টি,
১২) মাদ্রাসা ৬টি পুরুষ ২টি মহিলা ৪টি
১৩)কলেজ-০১টি,
১৪)মোট জমির পরিমানঃ ৫৬৮১.৪৮ একর
১৫)চাষাবাদ যোগ্য জমি ৩৩১২.০০
১৬)পতিত জমি ৭০.০০
১৭)নদী ০৭ কিঃ মিঃ (সুরমা নদী)
১৮)স্বাস্থ্য কেন্দ্র ১ টি
১৯)ডাকঘর ৩টি
২০)ব্যাংক ৪টি
২১)বীমা ১টি
২২)যাত্রী চাউনি ৩টি
২৩)কমিউনিটি সেন্টার ১টি
২৪)পাকা রাস্থা ৮টি
২৫)কাচা রাস্থা ৬০টি
২৬)ব্রীজ ১টি
২৭)কালভার্ট ৩১ টি
২৮)খাল ১২টি
২৯)জামে মসজিদ ৩৯টি
৩০)পান্জে খনা ০৮ টি
৩১)মন্দির/আখড়া ০৫টি
৩২) দায়িত্বরত চেয়ারম্যান -জনাব মোঃ মামুনুর রশীদ মামুন,
৩৩) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
৩৪)পর্যটন স্থান –ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার।
৩৫) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল –১৯/০২/২০০৬ইং।
৩৬) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –২৪/০৭/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ –৩১/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
৩৭) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদসচিব –১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS