Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ১ নং আলীনগর ইউনিয়ন।

একনজরে আলীনগর ইউনিয়ন 

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১ নং আলীনগর ইউনিয়ন । কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

১) নাম –১ নং আলীনগর ইউনিয়ন পরিষদ।

২) আয়তন –২৩ (বর্গ কিঃ মিঃ)

৩) লোকসংখ্যা –২৯,৬৩৩ জন (প্রায়) , ১৫,৪৮০ (নারী) ১৫,১৫৩ (পুরুষ)

৪) গ্রামের সংখ্যা –১৫টি।

গ্রাম সমূহের নাম  নিম্নে দেয়া হলঃ

রজাকপুর,  খলাগ্রাম , উত্তরভাগ ,  নছির খানী ,  টিকর পাড়া, কাউদিয়া,আলীনগর, চন্দরপুর ,  নিজ মোহাম্মদ পুর,   ফুল মলিক,   চন্দগ্রাম,  কাদিমলিক, খাসা , হেতিমখানী,  করগ্রাম,  উজানঢাকি,  পুর্ব খলাগ্রাম,  কনকলস,   রায়খাইল,

৫) মৌজারসংখ্যা –১৫টি।

৬) হাট/বাজার সংখ্যা -০২টি। যথাঃ  রামধা বাজার ও মদন গন্জ বাজার

৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সিএনজি/বাস।

৮) শিক্ষার হার –৫৯%। (২০০১ এরশিক্ষা জরীপ অনুযায়ী)

৯)  সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৯টি,

১০) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-০৪ টি, ( সদ্য জাতীয়করণকৃত -৩টি, প্রধানমন্ত্রীর বিদ্যালয়বিহীন গ্রামে ১৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ১টি)    

১১) মাধ্যমিক বিদ্যালয়ঃ ২ টি,

১২) মাদ্রাসাঃ ৬টি   (পুরুষ ২টি)   (মহিলা ৪টি)

১৩) কলেজঃ ০১টি,

১৪) মোট জমির পরিমানঃ ৫৬৮১.৪৮ একর

১৫)  চাষাবাদ যোগ্য জমিঃ  ৩৩১২.০০

১৬) পতিত জমিঃ           ৭০.০০

১৭)  নদীঃ  ০৭ কিঃ মিঃ (সুরমা নদী) ০১ কিঃ মিঃ (কুশিয়ারা নদী)

১৮)  স্বাস্থ্য কেন্দ্রঃ  ৩টি

১৯) ডাকঘরঃ  ৩টি

২০) ব্যাংকঃ  ৩টি [তফসিলি ব্যাংক ২টি (সোনালী, অগ্রনী), গ্রামীন ব্যাংক ১টি]

২১) বীমাঃ    ১টি

২২) যাত্রী চাউনিঃ  ৩টি

২৩) কমিউনিটি সেন্টারঃ ১টি

২৪) পাকা রাস্থাঃ  ১০টি

২৫) কাচা রাস্থাঃ  ৬৩টি

২৬) ব্রীজঃ ৩টি

২৭) কালভার্টঃ ৩৭ টি

২৮) খালঃ ১২টি

২৯) জামে মসজিদঃ ৩৯টি

৩০) পান্জে খনাঃ  ০৮ টি

৩১) মন্দির/আখড়াঃ ০৫টি

৩২) পর্যটন স্থান – উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সমূহে  নির্মিত শহীদ মিনার।

৩৩) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থানঃ  ১ টি।

৩৪) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কালঃ ১৯/০২/২০০৬ইং। 

৩৫) দায়িত্বরত বর্তমান চেয়ারম্যান - জনাব আহবাবুর রহমান খান 

৩৬) নব গঠিত পরিষদের বিবরণঃ

                                  ১) শপথ গ্রহণের তারিখ –  26-01-2022ইং

                                  ২) প্রথম সভার তারিখ –  01-02-2022 ইং

                                  ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – 31-01-2027 ইং